প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৫
কালীবাড়ী মোড়ে বিদ্যুতের খুঁটির ঝুঁকি, বড় দুর্ঘটনার আশঙ্কা
শহরের কালীবাড়ী মোর এলাকায় দীর্ঘদিন ধরে একটি বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে রাস্তার উপর হেলে রয়েছে। খুঁটির এমন অবস্থায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
|আরো খবর
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। খুঁটির অবস্থান এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে প্রতিদিন শত শত যানবাহন এবং পথচারী চলাচল করে। এতে যেকোনো মুহূর্তে প্রাণহানি কিংবা সম্পদের বড় ক্ষতি হতে পারে।
একজন স্থানীয় দোকানদার বলেন, “প্রতিদিন আমরা এই ঝুঁকির মধ্যে কাজ করছি। বাচ্চারা খেলতে গিয়ে এই খুঁটির আশপাশে চলে আসে। আমরা তাদের বারবার সতর্ক করি, কিন্তু কতক্ষণ ধরে এটি সামলানো সম্ভব?”
এলাকাবাসী দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তারা বিদ্যুৎ বিভাগ এবং পৌরসভার প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন অতিদ্রুত এই ঝুঁকিপূর্ণ খুঁটিটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপন করা হয়।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তবে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
অথচ, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে অপূরণীয় ক্ষতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর একান্ত আবেদন, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।